প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মিরপুর টেস্টে সকালটা ভালো শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। কোনো উইকেট না হারিয়েই বড় লিডের দিকে এগোচ্ছে তারা। মঙ্গবার সকাল ১১টা ৫ মিনিট পর্যন্ত ১০৪ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।এর আগের দিন সোমবার আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা ১৫ মিনিট আগেই শেষ করা হয়। তাই আজ দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হয়েছে।
আজ ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে এগিয়ে নেন ভেরেইনা ও মুল্ডার। ইতিমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন ভেরেইনা। ২৮ রানে অপরাজিত মুল্ডার।প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।