প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সকালটা শুরু করেছিলেন দেখেশুনে। মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিম ছিলেন সেট ব্যাটার। প্রথম আধ ঘণ্টা কাটিয়েও দিয়েছিলেন তারা। এরপর কাগিসো রাবাদার এক ওভারে জোড়া শিকার।
৪০ রান করে জয় দিলেন প্রথম স্লিপে ক্যাচ, এক বল পর বোল্ড মুশফিকুর রহিম (৩৪)। এরপর লিটন দাস ক্রিজে এসে বরাবরের মতো দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে আউট (৭)।
৩ উইকেটে ১০৫ থেকে ৬ উইকেটে ১১২ রানে পরিণত বাংলাদেশ। ৭ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে মিরপুর টেস্টে এখন ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ।এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ । জয় ৩৮ আর মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। বাংলাদেশ পিছিয়ে ছিল ১০১ রানে।