প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৩:২৫ পি.এম
বরিশালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সাইকেল রেলী অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে জনসচেতনতা মূলক প্রচারণায় সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ শে অক্টোবর নগরীর সার্কিট হাউসের সম্মুখে মানবী সংগঠন ও বরিশাল সাইক্লিস্টদের সহযোগিতায় এই আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্জীব কুমার দাস, এসবিসি অফিসার, ইউনিসেফ, বরিশাল। সকাল ৯ ঘটিকায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে সাইকেল রেলী শুরু হয়ে রাজা বাহাদুর সড়ক প্রদক্ষীন করে সকাল ১০ ঘটিকায় বেলস পার্কে এসে শেষ হয়।উক্ত রেলীতে থাকা সাইকেলে বিভিন্ন জনসচেতনতা মূলক প্লেকার্ড থাকে।
এসব স্লোগানের মধ্যে ছিলো "এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন, আমি এইচপিভি টিকার রেজিষ্ট্রেশন করেছি, তুমি?উল্লেখ্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত