প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’রপ্রভাবে আমতলীতে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে আমতলী পৌরশহরের অলিগলিসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পৌরবাসী।
টানা বৃষ্টির কারণে পৌর শহরের তিন নং ওর্য়াড খোন্তাকাটা,মাজার রোড, গোরস্থান রোড ১.৪.৬.৭ নং ওয়ার্ডেরএলাকাসহ নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা ভোগান্তিতে রয়েছে ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩.৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঝে মাঝে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার বেগে দমকা হওয়া বইছে।
বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরওগভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে।