প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। বড় বড় ঢেউ তীব্র বেগে সৈকত উপকূলে আঁচড়ে পড়ছে।সকাল থেকে উত্তাল সাগরে নিষেধ না মেনে পর্যটকদের গোসল করতে দেখা গেছে। এর আগে থেকে সমুদ্রে না নামতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ডানা কক্সবাজারসহ বাংলাদেশসহ উপকূলে আঘাত হানার আশংকা তেমন নেই। এটি বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের উড়িশ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে।তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের উপর ধমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সাগরে তোড়ে বার্জের ধাক্কায় কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ডানার প্রভাবে জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।আজ সকাল থেকে কক্সবাজারের আকাশ মেঘলা রয়েছে। বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।