প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গাজায় ইসরাইলের তাণ্ডবকে 'হলোকাস্ট'র শামিল বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় জায়নবাদবিরোধী ইহুদি সংগঠন 'ইহুদি ভয়েস ফর পিস'।বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জেভিপি বলেছে, আমাদের অনেকের বাবা-মা, দাদা-দাদী এবং প্রপিতামহ রয়েছেন নাৎসি বাহিনীর নৃশংসতা মিছিল থেকে বেঁচে গেছেন বা মারা গেছেন। আমরা সবাই নাৎসি হলোকাস্টের ছায়ায় বড় হয়েছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান গাজার ছবির সঙ্গে হলোকাস্টের ছবি জুড়ে তারা লিখেছে, ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে ফিলিস্তিনে ইচ্ছাকৃতভাবে গণহত্যা করে একটি হলোকাস্ট চালাচ্ছে।
এর আগে কিছু ফিলিস্তিনি সমর্থক গাজায় ইসরায়েলি হামলাকে 'হলোকাস্ট' হিসেবে উল্লেখ করেছেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধকে 'হলোকাস্ট' বলে অভিহিত করে কোনো ইহুদি গোষ্ঠীর পক্ষ থেকে এটিই প্রথম বিবৃতি বলে মনে করা হচ্ছে। ১৯৪০ থেকে ১৯৪৫ সালের মধ্যে জার্মান নাৎসি বাহিনী প্রায় ১.১ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, যেখানে সময় প্রায় ৬০ লাখ ইহুদি ছিলেন। গণহত্যার এই বিষয়টিকে 'হলোকাস্ট' বলে উল্লেখ করা হয়।
গত অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তদের অর্ধেকই নারী ও শিশু। সেই সঙ্গে স্কুল, মসজিদ, হাসপাতাল এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা ছাড়াও ইসরায়েলি বাহিনী সাংবাদিক, চিকিৎসাকর্মী এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণকর্মীদের হত্যা করেছে। হাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ হাজারের কিছু বেশি হলেও কিছু অনুমান অনুযায়ী, মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে।