প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ক্যামেরা শো-রুমে হাজির বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত নেইমার। সেই শো-রুমে দেখা হয়ে গেল নোয়াখালীর সৌদি আরব প্রবাসী ও ব্যবসায়ী মো: ফখরুল আলমের সাথে। প্রিয় তারকাকে হঠাৎ পাওয়ায় আনন্দে আত্নহারা হয়ে উঠেন প্রবাসী ফখরুল আলম। সে নিজে এবং তার পুরো পরিবার নেইমারের কঠিন ভক্ত, বিষয়টি জানতে পেরে নেইমার কথা বলেন তার সন্তান ও পরিবারের লোকদের সাথে।
প্রবাসী ফখরুল আলম জানান, কিছুদিন আগে হুট করেই তার বন্ধুর শো-রুমে আসেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। প্রিয় তারকাকে কাছে পেয়ে তিনি তার আবেগ অনুভূতির কথা জানান। তোলেন সেলফি। মেতে উঠেন আড্ডা-গল্পে। নেইমারও তার খোঁজ খবর নেন এবং বাংলাদেশের খোঁজ খবর নেন। ফখরুল আলম জানান, নেইমার আমাদের শো-রুমে প্রায় ১৫/২০ মিনিটের মতো ছিলো। এই সময়ের মধ্যে তার কেনাকাটার পাশাপাশি তিনি খুবই আন্তরিতা দেখিয়েছেন এবং বাংলাদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে তা জানানোর পর সে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। মো: ফখরুল আলম প্রকৃত একজন ফুটবল প্রেমী মানুষ। খেলা দেখতে এবং ভ্রমনের উদ্যেশ্যে তিনি ইউরোপ সহ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান। ফখরুল আলমের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামে।