প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) চাল-ডালের লোভ দেখিয়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করানো অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদুল ইসলামের বিরুদ্ধে। তিনি প্যানেল চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়ার বিরুদ্ধে এই মানববন্ধন করান। এ ঘটনায় চলতি বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের নিজের বাড়িতে ডেকে নিয়ে এই তথ্য জানান প্যানেল চেয়ারম্যান।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার ওই ইউপির কার্যালয়ের সামনে ইউনিয়নের কিছু দরিদ্র নারী-পুরুষকে চাল-ডালের লোভ দেখিয়ে জড়ো করেন সদস্য জাহেদুল। পরে তাদের ব্যানার হাতে দিয়ে রাস্তার পাশে মানববন্ধন করান তিনি। এতে প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত মামলা ও ব্যবসায়ী পাওনা টাকা চাওয়াকে চাঁদাবাজি বলে অভিযোগ করা হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্যানেল চেয়াম্যান হওয়ার লোভে তিনি এই কাজ করেছেন বলে প্রতিবেদকের হাতে আসা একটি কল রেকর্ড থেকে প্রকাশ পেয়েছে।
মানববন্ধনের আয়োজন করেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য
প্যানেল চেয়ারম্যানকে উচ্ছেদের পরিকল্পনার অভিযোগ
ব্যক্তিগত দ্বন্দ্ব ও পদের জন্য কর্মসূচি, অডিও ফাঁস
মানববন্ধনের আগের রাতে ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্যানেল চেয়ারম্যানকে বলেন, ‘আপনি প্যানেল চেয়াম্যানের পদ থেকে রাতের মধ্যে পদত্যাগ করলে সদস্যপদটি টিকিয়ে রাখার ব্যবস্থা করা হবে। আর তা না হলে সকালে আপনার বিরুদ্ধে বিশাল মানববন্ধন করার ব্যবস্থা করে রেখেছি।’ প্যানেল চেয়ারম্যান ফারুক ইউপি সদস্য জাহেদুলকে পদত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন, ‘আপনার নামে আদালতে তিনটি মামলা আছে। এজন্য আপনি প্যানেল চেয়ারম্যান হওয়ার যোগ্য না।’
মানববন্ধনের অংশগ্রহণকারী রোকিয়া খাতুনের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘জাহিদ মেম্বার আমাদের চাল-ডাল দেওয়ার কথা বলেন ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার হাতে দাঁড়াতে বলেন। পরে তাদের মধ্য থেকে কয়েকজন প্যানেল চেয়ারম্যান ফারুক মেম্বারে বিরুদ্ধে বক্তব্য দেয়।’ মানববন্ধনের অংশ নেওয়া চাঁন মিয়া, সোনা মিয়া, আরিফ মিয়াসহ অনেকেই একই কথা বলেছেন।
রশিদাবাদ ইউপির বর্তমাম প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, ‘আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেপ্তার হওয়ার পর নির্বাচনের মাধ্যমে আমি প্যানেল চেয়ারম্যান হই। আর জাহিদ মেম্বার সেই প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে এলাকার গরীব মানুষকে চাল-ডালের লোভ দেখিয়ে মানববন্ধন করিয়েছে। তিনি যে আমার মামলার বিষয়টি উল্লেখ করেছেন, তা আমার ব্যক্তিগত ও পারিবারিক মামলা। আর তিনি আমার ব্যবসায়ী লেনদেনের পাওনা টাকা চাওয়াকে চাঁদাবাজি বলে প্রচার চালিয়েছে।’ রশিদাবাদ ইউপিসচিব মো. নাসির উদ্দিন বলেন, ‘বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. ফারুক মিয়া সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আমার কাছে নির্বাচনের রেজুলেশন আছে।’
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন, ‘বর্তমান প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে চুরিসহ আদালতে কয়েকটি মামলা আছে। আর মামলা থাকার কারণে এলাকাবাসী তার সদস্য পদ বাতিলের জন্য মানববন্ধন করেন।’ এর আগে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় র্যাবের হাতে আটক হন রশিদাবাদ ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল।