প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
সিরাজগঞ্জে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মাইকিংয়ের মাধ্যমে দুই গ্রামের লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় বসতবাড়ি ও দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা এবং পূর্ব মোহনপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে পঞ্চসোনা গ্রামের হেলাল উদ্দিনের পুত্র ফরহাদকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গত শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সয়দাবাদ পুনর্বাসন বড় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট চলাকালে মোহনপুর এবং পঞ্চক্রোশী গ্রামের লোকজনের মধ্যে সংঘাত শুরু হয়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এদিকে মুলিবাড়ি-সিরাজগঞ্জ সড়ক দিয়ে শহরের দিকে যাওয়ার সময় পঞ্চসোনা গ্রামের লোকেদের উপর পূর্ব মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফা হামলা করে। এর পর মঙ্গলবার সকালে পূর্ব মোহনপুর এবং পঞ্চসোনা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন একত্রিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, এবং কয়েকটি দোকান ও বসতবাড়ির ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাকালে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন।