প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের দুই রেল কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৩০ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করার সময় এ ঘটনা ঘটে।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।
জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই ট্রেনে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নিয়েও টিকেট দেননি। পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা বিষয়টির অভিযোগ দেন। দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহসুফি নূর মুহাম্মদ বলেন, বরখাস্তের বিষয়টি শুনেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।