প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ অ্যাক্টিভিস্টদের টার্গেট করার ষড়যন্ত্র করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে ভারত। ৬০ বছর বয়সী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার তত্ত্বাবধান করেন। নরেন্দ্র মোদীর পর তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় তাকে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, শুক্রবার কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। কানাডার উপ-পররষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন অমিত শাহ সম্পর্কে যে হাস্যকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, ভারত সরকার তার কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে।
ডেভিড মরিসন কানাডার জাতীয় সুরক্ষা কমিটিকে বলেছিলেন, তাদের সরকার অমিত শাহকে শিখ অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে অভিযানের স্থপতি হিসাবে বিবেচনা করে। ২০২৩ সালে ভ্যাঙ্কুভারে ৪৫ বছর বয়সী নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য ভারতেকে দায়ী করে আসছে কানাডার সরকার। যিনি একজন বিশিষ্ট খালিস্তান প্রচারক ছিলেন।মোদির সরকার শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত খালিস্তান কর্মীদের ‘সন্ত্রাসবাদী’ এবং এর নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে। আন্দোলনকারীরা ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি জানায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং দেশটির জাতীয় পুলিশ অতীতে বলেছে, এই হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার ‘স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে। পাশাপাশি খালিস্তান কর্মীদের বিরুদ্ধে ভয় দেখানো, সহিংসতা এবং অন্যান্য হুমকির বিস্তৃত প্রচারণাও রয়েছে।কানাডার গোয়েন্দা সংস্থাও একটি প্রতিবেদন জারি করে সতর্ক করে দিয়েছে, ভারত বিদেশে শিখ অ্যাক্টিভিস্টদের ট্র্যাক করতে সাইবার প্রযুক্তি ব্যবহার করছে এবং কানাডার সরকারি নেটওয়ার্কগুলোর বিরুদ্ধেও সাইবার আক্রমণ বাড়িয়েছে।
যদিও ভারত বারবার কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যার পরিণাম হিসেবে নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। কানাডা ইতিমধ্যে শিখদের লক্ষ্যবস্তু করা অভিযানের সাথে যুক্ত ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। ভারতও কানাডিয়ান কর্মকর্তাদের বহিষ্কারের প্রতিক্রিয়া জানিয়েছে।সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অমিত শাহের বিরুদ্ধে কানাডার সাম্প্রতিক অভিযোগ ‘উদ্বেগজনক’।
তথ্যসূত্র: আল জাজিরা