প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
খুলনা সদরে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১১ মামলার আসামি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই যুবক। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল নগরীর শেরে এ বাংলা রোডে আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। আহতরা হলেন- নগরীর সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানার আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলমেএসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানা এলাকার ৪ নম্বর কাশেম সড়ক কুবা মসজিদের কাছে আসে। ওই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেলের বুকে পরপর দুটি গুলি করা হয়। এছাড়া তারা ইয়াছিন ও সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে মাদক কারবারের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উক্ত ঘটনায় মামলা হয়নি । তবে মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি উল্লেখ করেন।