প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে বেশি পছন্দ করছে ইসরায়েলিরা। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজের এক জরিপে এ তথ্য দেখা গেছে।জেরুজালেমে ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি বলেন, এর কারণ হলো- অনেক ইসরায়েলি বিশ্বাস করেন ট্রাম্প ইসরায়েলের জন্য 'যে কোনো কিছুর পক্ষে'।
বিশ্লেষকেরা মনে করেন, গাজা ও লেবাননে সামরিক অভিযান জোরদার মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রহের ফসল। এই যুদ্ধই তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখছে। মূলত বাস্তবতা হলো- ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ লোকই যুদ্ধ বন্ধের পক্ষে। ড্যান পেরি বলেন, ইসরায়েলিরা মনে করে- ট্রাম্প খুব খামখেয়ালিপনা মানুষ। অনুমান করা হচ্ছে, তিনিই গাজায় গণহত্যা দ্রুত অবসানের জন্য কমলা হ্যারিসের চেয়ে বেশি চাপ দেবেন।প্রসঙ্গত, প্রেসিডেন্ট থাকাকালে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর এবং সিরিয়ার ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া ট্রাম্প নিজেকে 'ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট' বলে অভিহিত করেছেন।