প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শাওন আহমেদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।বুধবার (৬ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত ঐ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল । এটি তার পঞ্চম দফা রিমান্ড। এর আগে চার দফায় বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে ১৯ দিন রিমান্ডে ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পতনের পর গত ২৫ আগস্ট গভীর রাতে ঢাকার শান্তিনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে।