প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৩৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার মিলে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম।এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। শান্ত কিছুটা দেখেশুনে খেলতে থাকেন। অন্যদিকে রানের চাকা সচল রাখেন সৌম্য। শান্ত ১৯ বলে ১৭ ও সৌম্য ৩৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।