প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।এদিকে, হিন্দুস্থান টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে- মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,’ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদী একজন দারুন মানুষ।’ এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প, মোদীর উদ্দেশে বলেন,তিনি মোদীকে ও ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ মনে করেন।জানা গিয়েছে, মার্কিন ভোটে ডোনাল্ড ট্রাম্প জেতার পর তাঁকে ফোন করেন নরেন্দ্র মোদী। ফোনে দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। ভারত ও আমেরিকা দুই দেশের সম্পর্কের আগামী দিন নিয়ে এই ফোনালাপে কথা হয়। এই জয়ের জন্য ফোনে প্রথমেই মোদী, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানান। দুই রাষ্ট্রনেতাই বিশ্ব শান্তি নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গোটা বিশ্ব মোদীকে ভালোবাসে। এমনই তথ্য সূত্র মারফৎ উঠে আসছে। তাছাড়াও এই কথপোকথনে তিনি বারবার নরেন্দ্র মোদীর স্তূতি করেন। সূত্র বলছে, মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,’ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদী একজন দারুন মানুষ।’ এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প, মোদীর উদ্দেশে বলেন,তিনি মোদীকে ও ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ মনে করেন। ট্রাম্প জানান, মোদীই প্রথম আন্তর্জাতিক স্তরের কোনও দেশের নেতা যিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানান।