প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আমার জীবন ঝামেলাবিহীন-এ কথাটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এটাই জীবনের কঠিন সত্য যে, মানুষ কখনো ঝামেলা ছাড়া পথ চলতে পারেনা। জীবনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ঝামেলা।‘মনেরে আজ কহ যে,/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যেরে লও সহজে।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা গুলোর সঙ্গে মত মিলিয়ে এই ঝামেলাকে সঙ্গী করেই হাসিমুখে জীবনের বাস্তবতাগুলো মেনে নিতে হয়।
এইসবকিছু মেনে তাকে উৎসবের উপলক্ষ্য বানিয়ে ফেলাটাও মন্দ নয়। আজ ৯ নভেম্বর তেমনই একটা দিন। অর্থাৎ ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। এই দিনটি প্রথম পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কবে,কখন, কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য অজানাই রয়েছে।
বিচিত্র এই দিবস পালন করতে পারেন। ঝামেলা-জটিলতা কখনো নিঃশেষ হবে না; বরং এসব নিয়েই চলতে হবে—এই আপ্তবাক্য মাথায় রেখে দৃষ্টিভঙ্গি বদলে নেওয়ার দারুণ সুযোগটি নেওয়া যেতে পারে। জীবনে অশান্তি আর জটিলতা কখনো শেষ হওয়ার না- এই ব্যাপার মাথায় রেখে আমাদের জীবনাচরণ বদলানো যেতে পারে। এব্যাপারে ‘ইতিবাচকতার গুরুত্ব সবসময়ই থাকবে।
এই ঝামেলাপূর্ণ জীবনটাতে একটু স্বস্তি আনতে আমাদের প্রাত্যহিক কাজে আমরা নিয়ে আসতে পারি পরিবর্তন। দিনের শুরুটা হতে পারে হালকা শরীরচর্চা আর এক কাপ ধোঁয়াওঠা গরম চা বা কফির সাথে।এই হালকা শীতের সকালে আপনি একটা শাল মুড়িয়ে হেঁটেও আসতে পারেন একটা নীরব রাস্তা ধরে। ব্যস্ত জীবন থেকে নিজেকে কিছুসময়ের ছুটি দিতে সকল ধরণেরর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিভাইস থেকে থাকতে পারেন কিছু সময়ের জন্য দূরে।যদিও জীবনের বাস্তবতায় আমাদের ঝামেলার অন্ত নেই, কিন্তু নিজের জন্য কিছু ঝামেলাহীন সময় আপনি আজ বের করে নিতেই পারেন। হয়ত আপনার মনে হয়ে গেলো এ জীবন আর এই ঝামেলা খুব একটা খারাপ না।