প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকায় হযরত আলী নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।রোববার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান।
নিহত হযরত আলী গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দোকানে বসা ছিলেন হযরত আলী। এ সময় দুর্বৃত্তরা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে চাকু দিয়ে আঘাত করলে দোকানের মধ্যেই মারা যান হযরত আলী।
স্বজনদের অভিযোগ, বাড়ির পাশেই মুদি দোকানে ব্যবসা করতেন হযরত আলী। দুই মাস আগে তার জমিতে স্থাপনা করতে চাইলে স্থানীয় মাসুদ গংরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা মিস্ত্রিকে মারধর করে। এ ঘটনায় থানায় তাদের নামে অভিযোগ দেওয়া হয়। এরপর থেকে অভিযুক্তরা হযরত আলীকে হুমকি দিয়ে আসছিল। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’