প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান শেখ হারুনূর রশিদের বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।সোমবার (১১ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে ঐ অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি রাইফেল, ১টি রিভলবার, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি রাইফেলের গুলির খোসা, ৪টি রাইফেলের গুলির সামনের অংশ, ২০ রাউন্ড রিভলবারের গুলি, ২টি রাইফেলের গুলির চার্জার, ১টি পিস্তলের কভার, ১টি রাইফেলের কভার, ৩টি ভারতীয় ১০ রুপির নোট, ১টি ভারতীয় ২০ রুপির নোট, ২টি ভারতীয় ১০০ রুপির নোট, ১টি বাইনোকুলার, ৯টি পাসপোর্ট ও ১টি কালো রংয়ের ব্যাগ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহা. আহসান হাবীব জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবহিনীর সমন্বয়ে যৌথবাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় ঐ বাড়ি থেকে উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে শেখ হারুনুর রশিদসহ বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তিনি জানান, এ ব্যাপারে শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মামলা দায়ের করা হবে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।