রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে সাড়ে চার কোটি টাকার সোনারবারসহ আটক ২ বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ: রনি

ডেস্ক রিপোর্টঃ / ৪২
আপডেটঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।তিনি বলেছেন, এ যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয়, তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ।বুধবার (১৩ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা বলেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে । কেন হচ্ছে – কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে । তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে, যা বাংলাদেশে বিরল।সাবেক এই সংসদ সদস্য আরও লিখেন, মরহুম আকিজ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন। আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শ্যালকও এমপি ছিলেন । যশোর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্যসব সময়ই আগ্রহী ছিল এবং এখনো আছে।

বশির উদ্দিন সবসময় রাজনীতি বিমুখ ছিলেন উল্লেখ তিনি লিখেন, সাধারণত দুর্বল প্রার্থীরা দলের নমিনেশনের জন্য ফন্দি ফিকির, দলবাজি এবং দালালি করে । কিন্তু দল সব সময়ইভালো প্রার্থী খুঁজতে থাকে । সেই দিক থেকে শেখ বসির সব দলের জন্য কাঙ্ক্ষিত এমপি প্রার্থী। তার পক্ষে বিজয়ী হয়ে পূর্ণ মন্ত্রী হওয়া তেমন কোন সমস্যা ছিল না। কিন্তু তিনি সবসময়ই প্রত্যক্ষ রাজনীতি বিমুখ ছিলেন এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন।রনি আরও লিখেন, সেখ বশির কেন উপদেষ্টা হতে গেলেন, তা আমার মাথায় ধুকছে না। আমি যতটুকু জানি তা হলো-বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ড. ইউনুস একজন সৎ, দায়িত্বশীল এবং সফল ব্যবসায়ী খুঁজছিলেন। অনেককে তিনি প্রস্তাব দিয়েছেন,সবাই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। অন্যদিকে দেশের কুখ্যাত কয়েকজন লুটেরা ওই পদে নিয়োগ লাভের জন্য নানাভাবে তদবির করেছেন । কিন্তু ড. ইউনুস ওসবের নিকট মাথা নত করেননি।

পাট মন্ত্রণালয় নিয়ে তিনি লিখেছেন, সেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলার চেষ্টা করেছেন । কারণ সেখ বশির এবং তার পরিবার দেশের সবচেয়ে বড় এবং সফল পাটকলগুলোর মালিক। যারা সমালোচনা করছেন – তারা হয়ত দেশের পাটশিল্প, পাট মন্ত্রণালয়, বিজেএমসি এবং পাটের বাজার সম্পর্কে অভিজ্ঞ নন । আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের সবচেয়ে দেউলিয়া এবং সমস্যা ভারাক্রান্ত মন্ত্রণালয়ের নাম পাট মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সবাই করুণার দৃষ্টিতে দেখে এবং সুযোগ পেলে ঠাট্টা মশকরা করে। সবশেষে তিনি লিখেন, সেখ বশির যদি পাট মন্ত্রণালয়ের উন্নয়ন করতে না পারেন তবে বর্তমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্রণালয়ের যন্ত্রণা দুর করতে পারেন । অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি যে ভালো কিছু করতে পারবেন তা নিয়ে আমার কোন সন্দেহ নেই।উল্লেখ্য, গত রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে ফারুকী ও বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com