প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের তেঁতো স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে তপু বর্মনের দল। তবে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। তবে বিরতির আগ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান জনি।শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন মালদ্বীপের ফুটবলার। তবে তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। কিন্তু ম্যাচের ২৩ মিনিটেই গোলের দেখা পায় মালদ্বীপ। বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আলি ফাসির।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ২৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন রাকিব হোসেন। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে।
ম্যাচের ৪০ মিনিটে গোলের সুযোগ পায় বাংলাদেশ। বাম দিক থেকে রাকিবের বাড়ানো বল শট করেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে তা আটকে দেন মালদ্বীপের গোলরক্ষক। ফিরতি বলে শট করেন মোরসালিন। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।ম্যাচের ৪৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে অসাধারণ শটে বল জালে জড়ান জনি। তার গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।