প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বিতর্কিত করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সক্রিয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা)।শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ড. মো: আনোয়ার উল্লাহ এফসিএমএ এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করার লক্ষ্যে অগনিত ছাত্র জনতার আত্বত্যাগের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়তে জনপ্রশাসনের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান সরকার জনআখাংকা পূরনে ও নতুন বাংলাদেশ নির্মানে সংস্কারমুলক কার্যক্রমসহ বেশকিছু উদ্যোগ গ্রহন করেছে-যা সর্বমহলে প্রসংশিত হচ্ছে। জনপ্রত্যাশা পূরনে এসোসিয়েশনের সকল পর্যায়ের সদস্যরা আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের সকল কর্মসূচী সফলতার সাথে বাস্তবায়ন করবে বলে এসোসিয়েশন আশা প্রকাশ করে।
বিবৃতিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনমনে যাতে ভীতির সঞ্চার না হয় সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।বিবৃতিতে আরও বলা হয়, নবীন কর্মকর্তাদের সাথে জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নিয়মিত সাক্ষাতের সুযোগ সৃষ্টি করতে হবে যাতে নবীন কর্মকর্তারা জ্যৈষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারে। বিবৃতিতে এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বিগত ১৫ বছরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের গৌরবের অতীত চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যা পুনুরুদ্ধার করা জরুরী।