প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১:৫৪ পি.এম
আইপিএলে দল পাওয়া নিয়ে বেশি আশা করছেন না রিশাদ

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামে জায়গা পেয়েছে ১২ বাংলাদেশি ক্রিকেটার। তার মধ্যে অন্যতম লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। তবে আইপিএলে দল পাওয়া নিয়ে খুব বেশি আশা করছেন না এই টাইগার লেগ স্পিনার।রোববার (১৭ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইপিএল প্রসঙ্গে রিশাদ বলেন, ‘সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার, কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয়। আমি অনেক আশা করি না, যাতে আঘাত না পাই। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’তিনি আরও বলেন, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’আইপিএলের নির্দিষ্ট নিয়েও কোন দল নিয়েও আশা নেই এই লেগ স্পিনারের। তিনি বলেন, ‘আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত