প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১০:২৭ এ.এম
একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত আর্জেন্টিনা

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
চোটের কারণে আর্জেন্টিনা দল থেকে নিকোলাস গঞ্জালেজ এবং দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও জার্মান পেজ্জেয়া ছিটকে গিয়েছিলেন আগেই। এবার সেই তালিকা আরও লম্বা হয়েছে। নতুন করে ইনজুরিতে ছিটকে গেছেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। একের পর এক চোটে বিপাকে বিশ্ব চ্যাম্পিয়নরা।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস রোববার জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারবেন না রোমেরো ও মলিনা। বাংলাদেশ সময় আগামী বুধবার (২০ নভেম্বর) সকাল ছয়টায় ঘরের মাঠে পেরুকে মোকাবিলা করবে তিনবারের বিশ্বজয়ীরা। খেলার ভেন্যু বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরা।
মলিনার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক্সে এক পোস্টে আর্জেন্টিনা জানিয়েছে, ডান উরুর পেশির চোটে ভুগছেন। গত শুক্রবার প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বাছাইয়ের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি। শেষদিকে তার বদলি হিসেবে নেমেছিলেন গঞ্জালো মন্তিয়েল।
ওই পোস্টে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। তিনি দলটির সাবেক তারকা ও অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকোতেই খেলেন জুলিয়ানো। এখনও আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়নি তার।২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট। তবে তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। বাছাইয়ে গত চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত