তবে ইসরায়েল গণহত্যার সব অভিযোগ অস্বীকার করে আসছে। পোপের মন্তব্যের বিষয়ে বক্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ডিসেম্বরে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গত জানুয়ারিতে আদালতের বিচারকরা ইসরায়েলকে তার সেনারা যাতে কোনো গণহত্যা না করে, তা নিশ্চিত করার নির্দেশ দেন। গাজায় গণহত্যা হয়েছে কি না তা, নিয়ে আদালত এখনো রায় দেয়নি।পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ না নিতে এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিতে সতর্ক থাকেন। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলের আচরণের সমালোচনা করেছেন তিনি।
গত সেপ্টেম্বরে তিনি গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশুদের মৃত্যুর নিন্দা জানান। তিনি লেবাননে ইসরায়েলের বিমান হামলাকে 'নৈতিকতার বাইরে' বলে তীব্র সমালোচনা করেন। তবে পোপ ফ্রান্সিস এর আগে কখনো গাজার পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা হিসেবে বর্ণনা করেননি।এদিকে, গত বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জাতিসংঘের একটি বিশেষ কমিটি বলেছে, গাজায় ইসরায়েলের নীতি ও আচরণে 'গণহত্যার বৈশিষ্ট' পাওয়া গেছে। ইসরায়েলের দখলদারিত্বের উপর নজরদারি করতে জাতিসংঘের এই বিশেষ কমিটিটি ১৯৬৮ সালে গঠন করা হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলো এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে।