প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৮:১৯ এ.এম
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো: আলাউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রিজের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে বাড়িতে ফেরেনি। শনিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে তালুকদার পেট্রল পাম্পের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে একটি রক্তমাখা চাকু পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাচালক আলাউদ্দিন গতকাল শুক্রবার এশার নামাজের পর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহত আলাউদ্দিনের বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে ব্যাটারিচালিত মিশুক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। আজ শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। আমার ভাইয়ের কোনো শত্রু নাই। মনে হচ্ছে, ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। দ্রুত আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।’এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত