প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর প্রথম সিজনে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন রাফিয়াত রশিদ মিথিলা। ২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’।
এবার ‘তুফান’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। একই সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে পুরস্কার নিজের ঘরে নিয়েছেন দিলশাদ নাহার কনা। এছাড়া চলচ্চিত্র শাখায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নিরব হোসেন, ‘ক্যাসিনো’ সিনেমার জন্য। ‘লিপস্টিক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার গেছে ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরীর হাতে। ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন রুনা খান ও ইরেশ যাকের। ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিকা আমিন। আর ‘গুটি’ ওয়েব সিরিজে ব্রেকথ্রু পারফরমেন্সের জন্য স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন মৌসুমী হামিদ। খণ্ড নাটকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন তানিয়া বৃষ্টি ও তানহা তাসনিয়া। ধারাবাহিক নাটকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম।
উপস্থাপনার অঙ্গনে ২৫ বছর পূর্ণ করায় স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন দেবাশীষ বিশ্বাস। আনিকা কবির শখ পেয়েছেন যুগের সেরা তারকার পুরস্কার। এছাড়া স্পেশ্যাল জুরি পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার ও লারা লোটাস।অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও লারা লোটাস। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সুপরিচিত ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক। ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে জুরি বোর্ডের দায়িত্বে রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রোডিউসার এহসানুল হক বাবু ও বিনোদন সাংবাদিক এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর মাসিদ রণ।