প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:০৭ পি.এম
বিয়ে করলেন যাইমা

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকায় অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ জনপ্রিয় হয়েছেন সারা ফ্যায়রুজ যাইমা। এরপর তাকে নানা ধরণের শো উপস্থাপনা করতে দেখা গেছে। বর্তমানে তিনি আরটিভির ‘জুম বক্স’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট হোস্ট করছেন। গত বুধবারেও তিনি এই পডকাস্টের একাধিক এপিসোডের শুটিং করেছেন। তার অতিথি হিসেবে সামনের সেই পর্বগুলোতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও তানহা তাসনিয়াকে। সাবলীল উপস্থাপনার কারণে বর্তমানে আলোচিত এই উপস্থাপিকা অবশেষে দিলেন সুখবর। বিয়ে করেছেন তিনি।শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে রঙ ছড়ানো একটি যৌথ ছবি পোস্ট করে তার জীবন সঙ্গী পাওয়ার তথ্য জানিয়েছেন।
সারা লিখেছেন, ‘একসাথে, আমরা আমাদের চিরকালের মধ্যে পা রাখি, ভালোবাসা এবং রঙ দিয়ে পৃথিবীকে চিত্রিত করি।’ এরপর নতুন শুরুর কথা লিখেছেন।সারার বন্ধু হিসেবে খ্যাতি পাওয়া মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল শনিবার (১৬ নভেম্বর) নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কি দারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।’সারার বিয়ের ছবিতে দেখা গেছে, বর-বউয়ের সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিতে। মাথায় মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। হালকা কিছু গোল্ডের গয়না।অন্যদিকে, সারার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি। ছবি দেখে অনেকে মনে করছেন, তারা কোনো মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত