নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাধাসিধে জীবনযাপনকারী এই মহান নেতা আজীবন অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট গঠনসহ দেশ ও জনগণের স্বার্থে লড়াই চালিয়ে গেছেন মাওলানা ভাসানী।
মজলুম জন নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু রাজনীতিক নন, বরং তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বও ছিলেন। তিনি নকশবন্দী তরিকতের অনুসারী ছিলেন, যা তার জীবন ও সংগ্রামে আধ্যাত্মিক মূল্যবোধের প্রভাব ফেলেছিল। এই তরিকতের শিক্ষা তাঁকে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, মাটির মানুষদের প্রতি দায়িত্ববোধ, এবং অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করার প্রেরণা জোগায়। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।