জানা যায়, নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গতকাল রবিবার তিনি বাড়িতে এসেছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মরদেহ থানায় নেয়া হয়েছে, ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে । কি কারণে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।