প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১০:১৫ এ.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে আহত ৩

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার ওই তিনজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।আহতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের শিক্ষার্থী মো. শাহারিয়ার, নিরাপত্তা প্রহরী অজয় হালদার ও দোকানদার আবদুল জব্বার।
আহত আনসার সদস্য অজয় হালদার বলেন, ‘রাস্তা ধরে হাঁটার সময় হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে আমার পায়ে কামড় বসায়। তখন আমার সঙ্গে আরও দুইজন ছিল। পরে শিয়ালটিকে আঘাত করলে আবার জঙ্গলে চলে যায়।’ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. শামসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘রোববার রাতে তিনজন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দোকানদার আবদুল জব্বারের শারীরিক অবস্থা গুরুতর।’
তিনি আরও বলেন, ‘শুনেছি, তাকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি।’ ধারণা করা হচ্ছে, র্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘শিয়ালটি সম্ভবত র্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই সে কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।’
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত