প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ২:১০ পি.এম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৩

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৬ জন মারা গেছেন। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা উত্তর সিটি, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২১ জন মারা গেছেন এবং ৮১ হাজার ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ হাজার ৩৫৫ জন ঢাকার বাইরে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত