এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডা. হাসান শাহরিয়ার কল্লোল, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH), ডা. উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সেশন ২০২২-২৩) আবহাওয়া বিজ্ঞানে অধ্যায়নরত দ্বিতীয় বর্ষের ছাত্রী জারিন তাসনিম বিপা। সেমিনারে ছিলেন শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. নাসরিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউদ্দিন আহমেদ, আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) প্রমুখ।
এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। আমরা আশা করি এই সেমিনারগুলোর মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শামসুন্নাহর হল ঢাকা বিশ্ববিদ্যালয়েকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, সেমিনারটিতে স্ন্যাকস পার্টনার হিসাবে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ।