প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৮:৫২ এ.এম
৪ ঘণ্টা পর মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ভোর সোয়া ৫ টায় উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ হোসেন বলেন, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বে থাকা স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত