প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৩:৩৪ পি.এম
৬৬ দেশের এক হাজার জনের ওমরাহ ব্যয় বহন করবে সৌদি

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
৬৬ দেশের এক হাজার জনকে সরকারি খরচে ওমরাহ পালনের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। দুই পবিত্র মসজিদ কর্মসূচির খেদমতের অংশ এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তাদের এ সুবিধা দেওয়া হবে।২০২৫ সালের জুনে শেষ হতে যাওয়া চলতি ইসলামী বছরে হজযাত্রীদের চারটি দলে ভাগ করে আপ্যায়ন করবে সৌদি সরকার। পর্যায়ক্রমে তাদের ডাকা হবে।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তির সঙ্গে ওমরাহ পালনে সক্ষম করার জন্য সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান হজ ও ওমরাহ প্রোগ্রামের ইসলামিক অ্যাফেয়ার্স, কল ও গাইডেন্স এবং জেনারেল সুপারভাইজার শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ। তিনি বলেন, বিনা খরচে ওমরাহ পালনের অনুমতি ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি নেতৃত্বের 'মহান যত্নের একটি সম্প্রসারণ'।তিনি আরও বলেন, এটি বিশ্বের বিভিন্ন অংশে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করবে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত