প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৭:৩৪ এ.এম
ঢাকায় গাইলেন র্যাপার টাইগা

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ঢাকায় ‘রিদম অব ফিউশন’ কনসার্টে গাইলেন টাইগা ট্রিস। গত রোববার রাতে আলোকি কনভেনশন সেন্টারে হিপহপে বাংলাদেশের শ্রোতাদের মাতালেন জার্মান-মেক্সিকান এই র্যাপার।গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পার্টনার স্কুল প্রোগ্রামের আয়োজনে এই কনসার্টে ট্রিসের সঙ্গে অংশ নেন ঢাকার কয়েকজন শিল্পী। এর মধ্যে আছেন গিটারিস্ট আবির ইবনে মাসুদ, তবলাবাদক ও ড্রামার কৃষাণ লাল, কি–বোর্ডিস্ট তৌসিফুর রহমান, ডিজে রিসোভা ও বেজ গিটারিস্ট অমিত হাসান।
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টে টাইগা ট্রিসের হিপহপের সঙ্গে ঢাকার শিল্পীদের ফিউশন স্থানীয় ও আন্তর্জাতিক সংগীতের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। টাইগার ফ্রিস্টাইল র্যাপ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সুরের মেলবন্ধন ছিল মনে রাখার মতো।
কনসার্ট শুরুর আগে টাইগা ট্রিস, স্থানীয় শিল্পী ও সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভারনার। গ্যেটে ইনস্টিটিউট জানিয়েছে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।হিপহপের সঙ্গে ইলেকট্রনিক শব্দের মিশ্রণের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত র্যাপ শিল্পী টাইগা ট্রিস। শক্তিশালী গানের কথা এবং অভিব্যক্তিপূর্ণ পারফরম্যান্স তাঁকে সংগীতজগতে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। জার্মানিতে জন্মগ্রহণ করা এ শিল্পী মেক্সিকোতে বেড়ে উঠেছেন।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত