প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
বরগুনার বেতাগীতে বখাটে যুবক দেশীয় রানদা দিয়ে কোপালে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধারালো দেশীয় অস্ত্র রানদা দিয়ে কোপিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটান ঘটে। তাৎক্ষনিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন,' এই খবর
পেয়ে ঘটনাস্থলে বেতাগী থানা পুলিশ প্রেরণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র রানদা উদ্ধার করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার চই , সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা চাই বলে শ্লোগান দেয়। পরে থানা পুলিশ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এলাকা সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) দ্ররুত পালিয়ে যায়। বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এদিকে ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগী সদর বরিশাল শের-ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।
তবে কি কারনে হামলা করা হলো সে ব্যাপারে এখনোও কিছু জানা যায়নি।