প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৫৫ পি.এম
কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে লেকের জলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচলের ১৫ন নম্বর সেক্টরের লেক পাড় থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।ওসি বলেন, অজ্ঞাত যুবকের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। উদ্ধারকৃত মরদেহের শরীরের নিচের অংশে বিবস্ত্র হলেও উপরের অংশে কালো রঙের ডোরাকাটা ফুল হাতা গেঞ্জি পরিহিত ছিল। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে আপাতত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে দূরে কোথাও তাকে মেরে ওই লেকের পানিতে কেউ ফেলে গেছে। পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত