শুক্রবার (২২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের আয়োজনে ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভল্যুশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্দোলনের অন্যতম পরিচিত মুখ মানজুর আল মাতিন বলেন, “রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউর গ্রুপগুলোতে আমি দেখেছি কীভাবে ‘সিভিল ওয়ার’-এর পরিকল্পনা সাজানো হয়েছিল। এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক অনন্য উদাহরণ।”
তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংগ্রাম এখনও অব্যাহত রাখতে হবে। এটি ‘নিউ মিডিয়া’র অবদানের একটি বড় উদাহরণ।” সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর এমসিজে প্রোগ্রামের শিক্ষক ড. শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।