প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৫ পি.এম
একঝাঁক তারকার সঙ্গে ‘দরদ’ দেখবেন শাকিব

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। শুক্রবার (২২ নভেম্বর) দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন শাকিব খান।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সে ‘দরদ’ সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ সিনেমায় শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে চলছে সিনেমাটি।
এদিকে ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব। শাকিব গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছেন দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের অনুভূতি খেয়াল করছি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।’অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। তা ছাড়াও অভিনয় করেছেন- বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত