প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৫২ পি.এম
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে এডিস মশাবাহিত এই রোগে নতুন করে ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮-এ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৮২৬ জন। এ বছরের মৃত্যুর মধ্যে নারীদের সংখ্যা বেশি হলেও আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। অক্টোবর মাসেই সর্বোচ্চ ১৩৫ জনের মৃত্যু হয়েছে। গত বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১,৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১৮১ জন এবং ঢাকার বাইরে ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত