জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের বেছালত (ওফাত) স্মরণে এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
অশ্রুসজল আবহে এবং মুহুর্মুহু তাকবীর ধ্বনির মধ্য দিয়ে আজ বাদ জুমা, বিশ্ব বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের তারিখ ঘোষণা করেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। এ সময় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল উপস্থিত ছিলেন।
তারিখ ঘোষণার প্রাক্কালে অনাড়ম্বর অনুষ্ঠানে তেলাওয়াতে কালামে পাক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জাকের পার্টির জেলা ও মহানগর সভাপতি, সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এবং মূল দল ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।