প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৪৭ পি.এম
যে কারণে আবারও বার্সেলোনায় ফিরছেন মেসি

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
শৈশব থেকে শুরু করে নিজের সেরা সময় বার্সেলোনাতে কাটিয়েছেন লিওনেল মেসি। হয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। তবে ২০২১ সালে অর্থনৈতিক সংকটের জেরে কালাতান ক্লাবটি ছেড়ে প্যারিসের ক্লাব পিএসজিতে পাড়ি জমান আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।বার্সা ছাড়ার সময় আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। মাঝে গুঞ্জনও ছিল আবারও শৈশবের ক্লাবে ফিরবেন তিনি। তবে তা আর হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।তবে বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন মেসি। পুরোপুরি ভিন্ন কারণে ফিরছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানটি। শুধু যে আমন্ত্রণ তা নয়, এই আয়োজনে সক্রিয় দায়িত্ব পালন করবেন মেসি এবং তিনি বর্ষপূর্তি উদযাপনের অন্যতম অংশও বটে। আর পুরো আয়োজনটি হবে বার্সেলোনার বিখ্যাত থিয়েটার গ্রান তেত্রে দেল লিসিউতে।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত