প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:০৭ পি.এম
নাটোরে ৯ লক্ষাধিক জাল টাকাসহ গ্রেপ্তার ৫

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাচঁ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুলাল মাদ্রাসা এলাকায় আরিফ হাওলাদার, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের আরিফ হোসেন, পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া গ্রামের মোস্তফা খাঁন, ঝালুকাটি জেলার রাজাপুর উপজেলার কেওয়াতা গ্রামের রফিকুল ইসলাম ও ফেরদৌস হাওলাদার।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেপ্তারকৃতরা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ শনিবার দুপুরে চাঁদপুর এলাকায় ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা উদ্ধার করে। পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত