লিটন কুমার ঢালী, বেতাগী:
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা একাদশকে ০৩ গোলে হারিয়ে বরগুনার বেতাগী উপজেলা একাদশ কোয়ার্টার ফাইনাল খেলার অর্জন করেছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩ টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এই খেলার আয়োজন করে আর এম ওয়ালটনের সৌজন্যে। কয়েক হাজার দর্শকদের উত্তেজনাপূর্ন সুশৃংখলায়ভাবে পরিচালিত হয়েছে প্রথম রাউন্ডের এই ফুটবল খেলা। বেতাগী উপজেলা একাদশ দলে পরিচালক নুরুজ্জামান খান রিপনের সুষ্ঠ ব্যবস্থাপনায় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন রিয়াজ আহমেদ মোল্লা।
ফুটবল লীগ পর্যায়ের এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। মঠবাড়িয়া উপজেলার লীগ পর্যায়ের ফুটবল খেলা শেষে সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আল আমিন সুমন বেতাগী উপজেলা একাদশ দলের অধিনায়ক রিয়াজ আহমেদ মোল্লাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারে ভূষিত করেন।