মোরশেদ মিশু নামের একজন কার্টুনিস্ট নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, আজ রাতেই রং আর দলবল নিয়ে আমরা ওই দেয়ালে যাবো। আমাদের উদ্দেশ্য কোনো শৈল্পিক সৌন্দর্য সৃষ্টি করা নয়, বরং লাল দেয়ালে কালো কালি দিয়ে ‘জুলাই বিপ্লব’-এর শত সহস্র শহীদের নাম লিখে আসবো। এরপর দেখা যাক, কে বা কারা শহীদদের নাম মুছতে আসে! তবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন তালুকদার। তিনি বলেন, অভ্যুত্থানের আগেই দেয়াল সংস্কারের জন্য বাজেট পেয়েছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী দুদিন পর নতুন করে ঐতিহাসিক চিত্র ও গ্রাফিতি আঁকার কাজ শুরু হবে।