প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:০৩ এ.এম
ঢাকায় বাংলাদেশ-বেলজিয়াম রাজনৈতিক সংলাপ আজ

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও বেলজিয়াম। সংলাপে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা হবে।রোববার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সংলাপে ব্রাসেলসের পক্ষে নেতৃত্ব দিতে ভোরে ঢাকায় পৌঁছেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্বে একটি প্রতিনিধিদল।গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানিয়েছেন, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত