দক্ষিণ আন্দামান সাগর এবং তার আশপাশে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এতে করে বর্ধিত ৫ দিনে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে
।শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টাতেও আবহাওয়ার একই অবস্থা বিদ্যমান থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।