রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যশোরে সাড়ে চার কোটি টাকার সোনারবারসহ আটক ২ বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

ব্র্যান্ডটক ৫.০: ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা

ডেস্ক রিপোর্টঃ / ৩৯
আপডেটঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক ৫.০ অনুষ্ঠিত হলো ঢাকার দ্য ওয়েস্টিনে। আয়োজক ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ ইভেন্টটি সাজিয়েছিল ‘স্টোরিজ অফ রিভাইভাল অ্যান্ড রাইজ’ থিমে, যেখানে শীর্ষস্থানীয় বক্তারা ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। ইভেন্টের টাইটেল স্পনসর ইয়ামাহা, পাওয়ার্ড বাই পার্টনার সুইশ এবং স্বপ্ন এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে বড় ভূমিকা রেখেছে।ব্র্যান্ডটক ৫.০-তে বক্তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট নিয়ে মূল্যবান দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর আশরাফ বিন তাজ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, একটি ফায়ারসাইড চ্যাটে ‘‘রাইজিং ব্র্যান্ডস, রিভাইভিং মার্কেটারস’’ বিষয়ে বক্তব্য দেন, যেখানে পরিবর্তনশীল বাজারের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিইও, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস, গালিব বিন মোহাম্মদ, দ্য স্টোরিটেলার, জিএম কামরুল হাসান, সিইও, আকিজ ইনফোটেক এবং বিপিএল লিমিটেড, মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, এসিএই লজিস্টিকস লিমিটেড, নাজিম ফারহান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডকম লিমিটেড, সাজ্জাদ হাসিব, চিফ মার্কেটিং অফিসার, গ্রামীণফোন লিমিটেড, শামারুখ ফখরুদ্দিন, ডিরেক্টর, উর্মি গ্রুপ, সুমাইয়া মুতিয়াতুর রাসুল, ম্যানেজিং ডিরেক্টর, সিএমও বাংলাদেশ, সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর এবং বোর্ড মেম্বার, নেসলে বাংলাদেশ, আশফাকুর রহমান, চিফ বিজনেস অফিসার, একমি ফুডস লিমিটেড, এবং তানভীর সৌরভ, কো-ফাউন্ডার এবং সিইও, সোশিয়ান এআই তাদের নিজেদের বক্তব্যে ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, সাসটেইনেবিলিটি, সিএসআর, এবং রিটেইল মার্কেটিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, যা অংশগ্রহণকারীদের জন্য একটি অসাধারণ শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করেছে।ব্র্যান্ডটক ৫.০-তে সিএমও বাংলাদেশ পাবলিকেশন এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়, যা বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি পেশাদারদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং কার্যকর কৌশল প্রয়োগের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।

ইয়ামাহার হেড অফ মার্কেটিং হুসেইন মুহাম্মদ অপসান বলেন, “ব্র্যান্ডটক ৫.০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের ইভেন্ট ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টিভঙ্গি আনে এবং আমাদের মতো ব্র্যান্ডগুলোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে।”

সুইসের ক্রিয়েটিভ হেড সুমন হক জানান, “ব্র্যান্ডিং মানে শুধুমাত্র একটি পণ্য প্রচার নয়, এটি একটি দর্শন যা গ্রাহকদের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করে। ব্র্যান্ডটক৫.০-এর মাধ্যমে এই দর্শনকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।”

স্বপ্নের হেড অফ মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, “এই ইভেন্টটি ব্র্যান্ড এবং গ্রাহকের সম্পর্ক আরও মজবুত করার দিকনির্দেশনা দিয়েছে। আমরা আশা করি, এমন ইভেন্ট আমাদের সবার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

ব্র্যান্ডটক ৫.০ দিনব্যাপী আলোচনা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনী ধারণায় পূর্ণ ছিল। জমকালো বুফে ডিনার এবং গুডি ব্যাগ বিতরণের মাধ্যমে ইভেন্টটি শেষ হয়।ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, “ব্র্যান্ডটক ৫.০ শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা আমাদের শিল্পের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আমি আমাদের স্পন্সর, সহযোগী এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ভেন্টটি সমৃদ্ধ করেছে ইস্পাহানি, শেয়ারট্রিপ, ফগ, কনকা, প্রাণ-আরএফএল গ্রুপ, এসিএই পিওর, শক্তি+, ন্যাচুরা কেয়ার বিডি, অর্ডারওয়ালা, ফিওনা, চারদিকে, কাজি অ্যান্ড কাজি টি, বেকম্যানস বিস্কিটস, ম্যাগি, নেসক্যাফে, ড্যানকেক, মোজো, পারটেক্স ক্লিন টিস্যু, কিভা হান, মালেদা গ্রুপ, প্র্যাকটিশনার্স একাডেমি এবং ব্র্যান্ড গিয়ার।ইভেন্টটি দেশের ব্র্যান্ডিং এবং মার্কেটিং জগতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com