প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৫ এ.এম
রোচ-গ্রেভসের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে তিনি। তবে এরপর প্রতিরোধ গড়েন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। ফিফটি তুলে নেন গ্রেভস। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ক্যারিবিয়ানরা।
জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন প্রথম ওভারেই কোনো রান যোগ করার আগেই হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান জশুয়া।
তার বিদায়ের পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তবে সুবিধা করতে পারেননি তিনি। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হাসান। দলীয় ২৬১ রানে ৩ বলে ৪ রান করে আউট হন জোসেফ। এরপর ক্রিজে আসা কেমার রোচকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গ্রেভস। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন গ্রেভস। এই দুই ব্যাটারের প্রতিরোধে আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ৬৩ ও রোচ ১৯ রানে অপরাজিত আছেন।
- সম্পাদক: মো: নিজাম উদ্দীন (স্বাধীন) উপদেষ্টা মন্ডলির সভাপতি
: এ্যাডভোকেট আমিরুল আলম মিলন ( সাবেক সংসদ সদস্য বাগেরহাট-৪,উপদেষ্টা: মোঃ জিল্লুর রহমান সোহাগ, উপদেষ্টা: মো: আরিফুল রহমান কুদ্দস, প্রাধান কার্যালয়: ৪১ /১৪ উত্তর বারিধারা গুলশান - ২ ঢাকা,১২১২,ফোন সম্পাদক 01711937176-ই-মেইল সম্পাদক pdsonline20@gmail.com.
২০২৪ © প্রতিদিনের স্বদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত